দেশে আইনের শাসন নেই: খসরু

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১২ আগস্ট ২০২৩, ১৮:৫২

সন্ত্রাসীদের হামলায় দুই হাতের কব্জি বিছিন্ন হওয়া যুবদল নেতা লিটন মন্ডলকে দেখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অবস্থা কেমন এই লিটন মন্ডলের ওপর হামলার দৃশ্য দেখলে বোঝা যায়। দেশে আইনের শাসন নেই, বিচার নেই।


শনিবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন যুবদল নেতাকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আমীর খসরু।


গত ১৩ জুলাই সংগঠনের লিফলেট বিতরণের সময়ে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা লিটনকে কুপিয়ে তার দুই হাতের কব্জি বিছিন্ন করে এবং দুটি পা লোহার রড দিয়ে পিটিয়ে ভেঙে ফেলে। লিটন ঝিনাইদহ সদর উপজেলা পাগলাকানাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সদস্য।


আমীর খসরু মাহমুদ চৌধুরী হাসপাতালে লিটনের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি লিটনকে বলেন, তুমি একা নও। তোমার সাথে বিএনপি, এ দেশের মানুষ ও বিশ্বাবাসী রয়েছে। সকলের দোয়া আছে। তুমি আমাদের সাহস। মনোবল শক্ত রাখবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us