আগামী ৪৮ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরাখণ্ডে, ১৭ অগস্ট পর্যন্ত বৃষ্টি চলবে হিমাচলে

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১২ আগস্ট ২০২৩, ১৮:১৩

আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল মৌসম ভবন। ১৩ এবং ১৪ অগস্টে ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রাজ্যে। ফলে বহু এলাকা আবার জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিতে পারে। তাই বন্যাপ্রবণ এলাকাগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


মৌসম ভবন জানিয়েছে, ১৬ অগস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ফলে হড়পা বান এবং কোথাও কোথাও ধস নামার আশঙ্কাও রয়েছে। বৃহস্পতিবার রুদ্রপ্রয়াগে গুপ্তকাশী-গৌরীকুণ্ড মহাসড়কে ধস নামে। রাস্তার ৬০ মিটার অশং ধসে যায়। পাহাড় থেকে হড়পা বানে ধস নেমে আসে তীর্থযাত্রীদের একটি গাড়ির উপর। সেই দুর্ঘটনায় পাঁচ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে।


গত দু’দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার অবস্থা দেখে বাড়ি থেকে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে রাজ্যবাসীদের। বেশ কিছু রাস্তায় ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে। অন্য দিকে, হিমাচল প্রদেশের ছবিটাও একই রকম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us