একটা সময় অব্দি ড. মাহফুজুর রহমান শুধু টিভি চ্যানেল এটিএন বাংলার কর্তা হিসেবেই পরিচিত ছিলেন। তবে গত কয়েক বছরে মানুষ তাকে চিনেছে গানের সুবাদে। নিজের চ্যানেলে একক অনুষ্ঠান করে প্রতি ঈদেই শুনিয়ে চলেছেন গান। যদিও তাতে প্রশংসা নয়, সমালোচনা আর হাসাহাসিই বেশি জোটে। তবু তার গানের গলা অবিরাম চলে; যে কোনও আয়োজনের ফাঁকেই গেয়ে শোনান দু-চার লাইন।
এই যেমন শনিবার (১২ আগস্ট) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আসেন তিনি। উদ্দেশ্য, একটি অ্যাওয়ার্ড আয়োজনের চুক্তি স্বাক্ষর ও আনুষ্ঠানিক ঘোষণা। কিন্তু ঢেঁকি স্বর্গে গেলেও নাকি ধান ভানে! ড. মাহফুজুর রহমানও এদিন বক্তব্যের সঙ্গে বাংলা ও হিন্দি গান শুনিয়েছেন উপস্থিত দর্শক-শ্রোতাকে। সেই গানের বিপরীতে জুটেছে উচ্ছ্বাস-করতালিও।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেটার সঙ্গেই যুক্ত হয়েছে এটিএন বাংলা। শনিবার (১২ আগস্ট) দুপুরে বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে দুই পক্ষের চুক্তি স্বাক্ষর হয়, অতঃপর সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন তারা।