কথায় আছে, পুরনো চাল ভাতে বাড়ে। যদিও এই প্রবাদ সিনেমা বাণিজ্যে খুব একটা ফলে না। তবে পর্দায় যখন রজনীকান্ত ও সানি দেওলের মতো তারকা হাজির হন, তখন হিসাব-নিকাশে একটু পরিবর্তন তো আসেই! ঠিক তাই, সদ্য মুক্তি পাওয়া দুই সিনেমায় রীতিমতো ভারতের বক্স অফিসে ঝড় তুলেছেন এই তারকাদ্বয়।
গত বৃহস্পতিবার (১০ আগস্ট) মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত সিনেমা ‘জেলার’। মুক্তির প্রথম দিনে শুধু ভারতের বক্স অফিসেই এর কালেকশন ৭৫ কোটি ৩৫ লাখ রুপি। বিশ্বব্যাপী অংকটা ৯৬ কোটি রুপির বেশি। দ্বিতীয় দিন শুক্রবার (১১ আগস্ট) লোকাল বাজারে ছবিটির কালেকশন ৩০ কোটি রুপির বেশি। ফলে মাত্র দুই দিনেই শুধু ভারত থেকে সেঞ্চুরি হাঁকালেন ৭২ বছর বয়সী রজনীকান্ত।
অন্যদিকে ভারতের উত্তরাঞ্চল তথা বলিউডে তাণ্ডব শুরু করেছেন সানি দেওল। ৬৫ বছর বয়সী এই অভিনেতা নায়ক রূপে হাজির হয়েছেন ‘গাদার ২’ সিনেমায়। ২২ বছর আগের ‘গাদার’র আবেগ এখনও দর্শকের মনে দাগ কেটে আছে। সেই সুবাদে এর সিক্যুয়েল দেখতে দর্শক হুমড়ি খেয়ে পড়ছে প্রেক্ষাগৃহে।