যাত্রীবাহী ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ করতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। দুই দেশ এ বিষয়ে অনুমোদন দিয়েছে। গতকাল শুক্রবার রয়টার্সকে একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ (ইউএসডিওটি) আগামী ১ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে অনুমোদিত চীনা ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে ১৮টি করবে। এগুলো সাপ্তাহিক ফ্লাইট হবে। এসব ফ্লাইটে এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে যাওয়া যাবে এবং আবার যাত্রা শুরুর গন্তব্যে ফিরে আসা যাবে। আগামী ২৯ অক্টোবর থেকে সাপ্তাহিক এই ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে ২৪টি করা হবে। বর্তমানে এই ফ্লাইটের সংখ্যা ১২টি। চীনও একইভাবে যুক্তরাষ্ট্রের ফ্লাইটের সংখ্যা বাড়াবে বলে জানিয়েছে।