দিনাজপুরে একদিনে ৯ জনের অস্বাভাবিক মৃত্যু

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১২ আগস্ট ২০২৩, ০৯:০৫

দিনাজপুরে ভিন্ন ঘটনায় একদিনে ৯ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন দুর্ঘটনায়, চারজন আত্মহত্যা এবং একজনের মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার (১১ আগস্ট) বিভিন্ন সময়ে মরদেহগুলো উদ্ধার করা হয়।


বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর শহরের মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হন। তারা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সালান্দার আদিবাসী পাড়ার মঙ্গল মুর্মু (৬৮) ও মালতি হাসদা (৫০)। এ ঘটনায় আহত হন ইজিবাইকচালক পার্বতীপুর উপজেলার দুর্গাপুর গ্রামের ধনী শাহের ছেলে মহসিন আলী (৩৭) এবং নিহতদের নাতি সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের রানীগঞ্জ আদিবাসী পাড়ার বিপ্লব হাসদা (১৮)।


একই সময় পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরে আসার সময় চিরিরবন্দর উপজেলার কাউগা রেলব্রিজের কাছে চাকার নিয়ে পাথর পড়ে মোটরসাইকেলসহ ছিটকে পড়েন দিনাজপুর শহরের ২ নম্বর উপশহর এলাকার ফজুল হক মোল্লার ছেলে আব্দুল্লাহ হিল বারী (৪০)। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিচার্স সেন্টারে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টায় তার মৃত্যু হয়।


সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বোচাগঞ্জ উপজেলার জালিয়াপাড়া সবুজ খামারের পাশে পঞ্চগড়গামী দলনচাঁপা ট্রেনে কাঁটা পড়ে নুসরাত জাহান নিশি (১৪) নামের এক কিশোরী নিহত হয়। সে কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামের মকবুল হোসেনের মেয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us