শেখ হাসিনার প্রতি জনসমর্থন পুনর্ব্যক্ত

আজকের পত্রিকা মোনায়েম সরকার প্রকাশিত: ১১ আগস্ট ২০২৩, ১৯:৪৯

ওয়াশিংটনভিত্তিক অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) বাংলাদেশে যে একটি জনমত জরিপ করেছে, তাতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন রয়েছে দেশের ৭০ শতাংশ মানুষের। এ বছরের মার্চ-এপ্রিলে তারা দেশের ৬৪ জেলার ৫ হাজার ভোটারের সঙ্গে কথা বলে এ রিপোর্ট প্রকাশ করেছে সম্প্রতি। জরিপের নিয়ম মেনেই তারা এ কাজ সম্পন্ন করেছে বলে ধরে নেওয়া যায়। গ্রাম ও শহরের নারী-পুরুষ আর বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে কথা বলে দেশ পরিচালনা, রাজনৈতিক দলের কার্যক্রম, উন্নয়ন, নির্বাচন ও দেশের ভবিষ্যৎ সম্পর্কে একটি চিত্র তারা তুলে ধরতে চেয়েছে। এতে একটা মিশ্র চিত্র উঠে এসেছে বলেই আমার মনে হলো। দেশের সব ক্ষেত্রে মানুষের মত যে একই ধারার নয়, সেটাও এই জরিপ থেকে কিছুটা বোঝা যায়। তবে সবকিছু ছাপিয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর মানুষের আস্থার দিকটি। একই সংস্থা আগে যে জরিপ পরিচালনা করে, তাতেও দেখা গিয়েছিল, দেশের মানুষের ব্যাপক সমর্থন রয়েছে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি। এবারের জরিপে সেটা আরও বেড়েছে। আর এটা আমাকে মোটেও অবাক করেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us