গুণী অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের বিয়ের তিন দশক পূর্ণ হলো। স্ত্রীর তাজিন হালিম মনার সঙ্গে দাম্পত্যজীবনের ৩২ বছর পার করেছেন তিনি। স্ত্রী-দুই সন্তানকে নিয়ে সুখে কাটছে তার দিন। দীর্ঘ পথচলায় স্ত্রী মনা নানাভাবে জড়িয়ে আছে তার জীবনে।
অভিনয় ও অন্যান্য ব্যস্ততার কারণে সংসারে সময় দিতে পারেননি আফজাল হোসেন। সেকথা অকপটেই স্বীকার করলেন এই অভিনেতা। বললেন, ‘পূর্ণ হলো ৩২ বছর। পেয়েছি কী আর পাওয়া হয়নি কী কখনো, কোনো দিন সে হিসাব করতে বসিনি। জগতে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় প্রাপ্তি।’