ভারতের রাজস্থানে থর মরুভূমির বুকে অবস্থিত এক শহর জয়সালমির। হলদে বেলেপাথরের তৈরি স্থাপত্যের কারণে এই শহরকে 'গোল্ডেন সিটি' বলেও ডাকা হয়। কিন্তু মরুভূমির মধ্যে অবস্থিত হওয়ায় গ্রীষ্মকালে এখানে তাপমাত্রা ১২০ ডিগ্রি ফারেনহাইট বা ৪৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও পৌঁছাতে পারে।
এই দাবদাহের কথা মাথায় রেখেই বহু আগে থেকেই জয়সালমিরের এই শহরের ভবনগুলো এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে গরম কম অনুভূত হয়। আর এই শহরেরই একটি স্কুল, রাজকুমারি রত্নাবতী গার্লস স্কুল-এর ভবনের নকশা করতে গিয়ে সেই একই ধারণাটি মাথায় রেখেছিলেন নিউইয়র্কের স্থপতি ডায়ানা কেলোগ।