মাছ মুরগি মসলা, কিছুই মিলছে না কম দামে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ আগস্ট ২০২৩, ১৭:৫১

ডিমের দামে হঠাৎ উল্লম্ফনের মধ্যেই আমিষের আরেক উপাদান মাছের দামও খানিকটা চড়েছে। বিশেষ করে নিষেধাজ্ঞা ওঠার পর ইলিশ বেশ ধরা পড়লেও ‘নদীতে পানি বাড়ায় ধরা পড়ছে কম’ এমন অজুহাতে বিক্রেতারা দাম হাঁকছেন বেশি। ফলে ইলিশের স্বাদ নিতে বেশ ভাবতে হচ্ছে ক্রেতাদের।


সেইসঙ্গে সপ্তাহের ব্যবধানে বাড়তি সোনালি মুরগি, আদা আর পেঁয়াজ-রসুনের দাম; তবে উত্তাপ বেশি জিরার দামে।


ছুটির দিন শুক্রবার ঢাকার কারওয়ান বাজারে পুরো মাসের জন্য কেনাকাটা করতে এসেছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. আলিম। মায়ের সঙ্গে বছর দশেক ধরে থাকেন তেজগাঁওয়ের তেজকুনি পাড়ায়।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আলিম বলেন, “আগে মাছ কিনতে গেছিলাম, সব মাছের দাম বেশি। ৫৫০ টাকা দিয়ে এক কেজি বড় কাতল, ১৮০ টাকা করে দুই কেজি তেলাপিয়া নিলাম। সোনালি মুরগী নিলাম, তার দামও আগের চেয়ে বাড়ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us