তবে ফোমো আরও বেশি ব্যবহৃত হয় সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তায় একটা পরিচিত মানসিক ব্যাধি হিসেবে।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারার ফলে যে হীনম্মন্যতা তৈরি হয়, সেটাকে বলা হয় ফোমো। যেমন এই মুহূর্তে আপনি হয়তো গোলাপি ড্রেস পরে বার্বি দেখতে যাওয়ার ছবি আপলোড না করায় আপনার অস্থির লাগছে। এই অস্থিরতাকে ফোমো হিসেবে আখ্যায়িত করা যেতে পারে।