প্রযুক্তিবাজারে চীন-যুক্তরাষ্ট্র বিরোধ চলছেই, যা দীর্ঘমেয়াদে বৈশ্বিক বাজার পরিস্থিতিকে অস্থির করে তুলছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। যার পরিপ্রেক্ষিতে চীনের গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ নিষিদ্ধ হবে। খবর রয়টার্স।
নতুন নির্বাহী আদেশ যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারিকে চীনের তিনটি গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ বন্ধের বা নিয়ন্ত্রণের সক্ষমতা দেবে। এগুলো হলো সেমিকন্ডাক্টরস, মাইক্রোইলেকট্রনিকস, কোয়ান্টাম ইনফরমেশন টেকনোলজিস ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সিস্টেম।