নারী ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল নিশ্চিত করে ইতিহাস গড়েছে স্পেন। শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে ২-১ গোলে জিতে শেষ চারে পা রেখেছে তারা। যদিও পেনাল্টি নিয়ে আছে বিতর্ক। ফুটবলটা স্পেন নারী ফুটবল দলও ছেলেদের মতো করে খেলে।
বলের দখল পায়ে রাখো, ছোট ছোট পাস দিয়ে ম্যাচ নিয়ন্ত্রণ করো। ওই ছকে ৬২ শতাংশ বল পায়ে রেখে ৬৭৩টি সফল পাস দিয়েছে দলটি। গোলে শট নিয়েছে ২৮টি। যদিও ম্যাচে তারা প্রথম লিড নিতে পারে ৮১ মিনিটে গিয়ে পেনাল্টি থেকে। যে পেনাল্টি নিয়ে বিতর্ক থাকলেও কুড়িয়ে পাওয়া সুযোগ থেকে গোল করতে ভুল করেননি মারিয়ানা।