বর্তমানে অ্যামোলেড ব্যবহৃত স্মার্টফোনগুলোয় ডিসপ্লেজনিত নানা সমস্যা দেখা যাচ্ছে। তবে ওয়ানপ্লাসের স্মার্টফোনগুলোয় এ সমস্যা বেশি। তাই ভারতের ব্যবহারকারীর জন্য লাইফটাইম স্ক্রিন ওয়ারেন্টি নামের নতুন একটি প্রোগ্রাম চালু করেছে চীনের প্রযুক্তি কোম্পানিটি। খবর টেক টাইমস।
নতুন প্রোগ্রামের মাধ্যমে ওয়ানপ্লাসের অ্যামোলেড স্ক্রিনসংবলিত পুরনো স্মার্টফোনগুলোর গ্রিন লাইন সমস্যার সমাধান করা হবে। মূলত হার্ডওয়্যারজনিত ত্রুটির কারণেই সৃষ্ট এ সমস্যায় আক্রান্ত ফোনের ডিসপ্লে প্রতিস্থাপনের প্রয়োজন হয়।