তিস্তামুখঘাট-বাহাদুরাবাদ ঘাট রুটে ফের ট্রেন চালুর দাবি

সমকাল প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩, ২২:৩১

গাইবান্ধায় তিস্তামুখঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সড়কসহ রেল সেতু অথবা টানেল নির্মাণ এবং বোনারপাড়া রেলওয়ে জংশন থেকে তিস্তামুখ ও বালাসীঘাট পর্যন্ত রেলপথ সংস্কার ও ফের ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।বৃহস্পতিবার বেলা ১১টায় জেলার ভরতখালীর উল্যাবাজার রেলগেটে এ কর্মসূচিতে ফুলছড়ি ও সাঘাটার শত শত মানুষ অংশ নেন। 


‘সাঘাটা-ফুলছড়ি উন্নয়ন সংগঠন’ নামের একটি স্থানীয় সংগঠন আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, উত্তরাঞ্চলের আট জেলার মানুষ এ পথে ঢাকাসহ রেলযোগে দেশের পূর্ব ও অন্য অঞ্চলে যেত। এক পর্যায়ে বিভিন্ন কারণে এ পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সাঘাটা-ফুলছড়িবাসী যে কোনো মূল্যে রেল সংস্কার ও ফের ট্রেন চালুর সরকারি সিদ্ধান্ত ছাড়া কোনো রেলপাত এলাকা থেকে নিয়ে যেতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন বক্তারা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us