ইমরান খানের ক্ষমতাচ্যুতির নেপথ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তর: রিপোর্ট

সমকাল প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩, ১৮:৩১

২০২২ সালের মার্চে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে ইমরান খানকে সরানোর কথা বলা হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইমরান খানের নিরপেক্ষ অবস্থানের কারণে তার ক্ষমতাচ্যুতি নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়।


যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুসহ দুজন কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজিদ খান বৈঠকে উপস্থিত ছিলেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।


পাকিস্তান সরকারের একটি গোপন নথি দ্য ইন্টারসেপ্টের হাতে এসেছে। নথিটি পাকিস্তান সেনাবাহিনীর একটি সূত্র ইন্টারসেপ্টকে দিয়েছে বলে জানা গেছে।


‘সিক্রেট’ শিরোনামের ওই নথিতে ইমরান খান সরকারের পতন হলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কী কী সুবিধা দেওয়া হবে তা আলোচনা হয় বলে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে এর ব্যতয় ঘটলে কী হবে তা-ও জানায় যুক্তরাষ্ট্র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us