আজ বৃহস্পতিবার তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমনির সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মদিন। সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হবে জন্মদিনের অনুষ্ঠান। সব প্রস্তুতি শেষ।
সন্তানের জন্মদিনের এই পুরো আয়োজনের প্রস্তুতিতে পরীমনিকে একাই দেখা গেছে। এত দিন ছেলের প্রথম জন্মদিনের প্রস্তুতিতে কোথাও দেখা যায়নি বাবা শরীফুল রাজকে। তাই রাজ্যের জন্মদিনে বাবা রাজ উপস্থিত হচ্ছেন কি না, তা নিয়ে তাঁদের ভক্ত-দর্শকের মধ্যেও বেশ কৌতূহল আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা হচ্ছে।
গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিস নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এর পর থেকে দুজন আলাদা থাকছেন। জানা যায়, এক মাস আগে মালদ্বীপে গিয়েছিলেন রাজ। সেখান থেকে কলকাতা। গতকাল বুধবার ঢাকায় ফিরেছেন।