আইনের দৃষ্টিতে ‘পলাতক’ বিএনপি নেতা তারেক রহমানের বক্তব্য-বিবৃতি প্রচার-প্রকাশে নিষেধাজ্ঞার বিষয়ে নোটিস পাঠানোর জন্য তার ঠিকানা সংশোধন করে নতুন করে আবেদনের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ বৃহস্পতিবার রিট আবেদনকারীর আইনজীবীকে এ নির্দেশ দেন।
সাড়ে আট বছর আগের এ মামলা শুনানির জন্য প্রস্তুত করতে এর আগে কয়েকবার শুনানি হয়। কিন্তু তারেক রহমানকে সমন পাঠানোর ক্ষেত্রে জটিলতার কারণে মামলাটি শুনানির জন্য প্রস্তুত করা যাচ্ছে না।
গত মঙ্গলবারের শুনানিতে তারেককে সমন পাঠানোর বিকল্প উপায় খুঁজতে বলেছিল হাই কোর্ট। সে বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার মামলাটি কার্যতালিকায় আসে।
রিটকারীর পক্ষে শুনানিতে ছিলেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, অ্যাডভোকেট সানজিদা খানম ও অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা লুনা। তাদের সঙ্গে আওয়ামী লীগপন্থি বহু আইনজীবীও উপস্থিত ছিলেন।