কক্সবাজারের চকরিয়ায় টানা মুষলধারে বৃষ্টিতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি নামছে ধীরগতিতে। উপজেলার ১৮ ইউনিয়নের মধ্যে ছয় ইউনিয়নের বন্যার পানি কমে গেছে। এখনো ১২টি ইউনিয়নে নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে।
পানি নেমে যাওয়ায় রাস্তাঘাট ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ দৃশ্যমান হতে শুরু করেছে। খাদ্য, বিশুদ্ধ পানি, জ্বালানি, গোখাদ্য ও শৌচাগারের অভাবে মানুষের দুর্ভোগ বাড়ছে। খেত তলিয়ে যাওয়ার কারণে বাজারে সবজির সংকট দেখা দিয়েছে। এখনো প্রত্যন্ত এলাকায় সরকারি ত্রাণ তৎপরতা দেখা যায়নি।
উপজেলা মৎস্য, কৃষি ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলায় চিংড়িঘেরে বন্যার পানি প্রবেশ করে ৬৩ কোটি ১২ লাখ টাকার মাছ ভেসে গেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন প্রায় ৪৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে ধসে গেছে। ৯ হাজার ৫৪৭ হেক্টর জমির রোপণ করা চারা, বীজতলা ও শাকসবজির খেত তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।