You have reached your daily news limit

Please log in to continue


পুলিশের থেকে বাঁচতে বৈদ্যুতিক খুঁটিতে ২৪ ঘণ্টা!

গ্রেপ্তার এড়াতে আসামিকে আত্মগোপনের কথা শোনা যায়। এমনকি পুকুর-নদীতে ঝাঁপ দিতেও দেখা যায়। তাই বলে পুলিশ থেকে বাঁচতে সচল বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটির ওপর ২৪ ঘণ্টা কাটানো যায়! এমনই এক ঘটনা ঘটেছে ব্রাজিলের দক্ষিণ-পূর্ব রাজ্য মিনা জেরাইসের ইতাবিরা শহরে। খবর আরব নিউজের

গত শুক্রবার (৪ আগস্ট) বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত চলে ওই কাণ্ড। 

পুলিশ জানায়, তারা ইতাবিরায় ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযান চালায়। তিনি সশস্ত্র ডাকাতি, চুরিসহ বেশ কয়েকটি অভিযোগে কারাগারে ছিলেন। তিনি শর্ত সাপেক্ষে স্বল্প সময়ের জন্য (প্যারোল) কারামুক্ত হন। কিন্তু এরপর তিনি আর ধরা দিচ্ছিলেন না। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি বাসার ছাদে চলে যান। এরপর ছাদ লাগোয়া ৩৩ ফুট উচ্চতার ওই বৈদ্যুতিক খুঁটিতে উঠে যান। এরপরই ঘটে বিপত্তি। তাকে আর ওই খুঁটি থেকে বলেকয়ে নামানো যাচ্ছে না। সেখানে তিনি দুই তারের মাঝখানের জায়গায় ঠায় বসে থাকলেন। সেখান থেকে তার নিচে পড়ে যাওয়া, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া বা লাফ দেওয়ার মতো ঘটনা ঘটার ঝুঁকি ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন