জেনে নিন গাছে কলম করার পদ্ধতি

প্রথম আলো প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩, ০৮:০২

অনেকে এই সময় গাছের কলম করে নিজে লাগান, অন্যকে উপহার দেন। কলম কয়েক ধরনের হতে পারে। দাবা কলম, ছেদ কলম, জোড় কলম, গুটি কলম ইত্যাদি। কৃষিবিদ ও প্রকৃতিবিষয়ক লেখক মৃত্যুঞ্জয় রায় জানান, বাড়িতে সহজেই আমরা গুটি কলম করতে পারি। এই পদ্ধতিতে একটি গাছে একই ধরনের নতুন আরেকটি চারা উৎপাদন করা যাবে। উপযুক্ত সময় জুন-আগস্ট। জবা, লেবু, পেয়ারা, কামিনী, টগর, রঙ্গনগাছে গুটি কলম করা যায়। পাশাপাশি কৃত্রিম উপায়ে এক উদ্ভিদের শাখা কেটে নিয়ে অন্য উদ্ভিদে সংযোজন করা যায়, এতে একটি ফুলের গাছে নানা রঙের ফুল আনা সম্ভব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us