‘কোনও দেশই এখনও নারী-পুরুষের সমতা আনতে পারেনি’

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩, ০৭:২৭

‘ইউএন ওমেন’-এর বাংলাদেশ আবাসিক প্রতিনিধি গীতাঞ্জলি সিং বলেছেন, ‘কোনও দেশ এখনও পর্যন্ত নারী পুরুষের সমতা আনতে পারেনি। পরিবর্তন কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে এবং এই বিষয়ে কথা বলার জন্য জাতিসংঘের কান্ট্রি টিম প্রতিশ্রুতিবদ্ধ।’


বুধবার (৯ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাতিসংঘের সঙ্গে ক্যারিয়ার গড়তে আগ্রহী নারীদের উৎসাহিত করতে ও চাকরির আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানাতে জাতিসংঘ বাংলাদেশ আয়োজিত ‘ইউএন হিউমান রিসোর্স ওপেন ডে ফর জেন্ডার ইকুয়ালিটি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।


জাতিসংঘের ঢাকা কার্যালয় জানিয়েছে, চাকরির আবেদন এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে আগ্রহী প্রায় ৮০ জন নারী এতে অংশ নেয়। জাতিসংঘের হিউম্যান রিসোর্সেস ওয়ার্কিং গ্রুপ এবং জেন্ডার ইকুয়ালিটি গ্রুপ যৌথভাবে এই অনুষ্ঠনের আয়োজন করে। ২০২৮ সালের মধ্যে জেন্ডার সমতা আনার উদ্দেশ্যে, জাতিসংঘ তাদের নারীকর্মীর সামগ্রিক সংখ্যা বাড়াতে কাজ করছে। বর্তমানে বাংলাদেশে জাতিসংঘে বিদ্যমান ২৪টি সংস্থার মধ্যকার ১৬টি আবাসিক সংস্থায় প্রায় ৩ হাজার ৫২৩ জন কর্মী রয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us