শহীদ নফিজ উদ্দীন ও বেলাল হোসেনকে যেন আমরা না ভুলি

প্রথম আলো ফারজানা হক প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩, ০৬:০২

১.
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার প্রথম শহীদ নফিজ উদ্দীন আহমেদ সরকার। নফিজ উদ্দীন আহমেদ সরকার ছিলেন একাধারে শিক্ষক, নাট্যকর্মী, সাংস্কৃতিক ও শিল্পসচেতন শিক্ষানুরাগী ব্যক্তি। ১৯৩৫ সালের ১০ আগস্ট তৎকালীন ভারতের অবিভক্ত বাংলার দিনাজপুর জেলার রানীশংকৈল থানার সহোদর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নফিজ উদ্দীন আহমেদ সরকার। পিতা জমির উদ্দীন সরকার, মাতা মিলোসরী। ছয় ভাই ও এক বোনের মধ্যে নফিজ ছিলেন দ্বিতীয়। নফিজ উদ্দীনের পিতা ছিলেন পেশায় তহসিলদার। বাল্যকাল থেকেই নফিজ উদ্দীন আহমেদ সরকার তাঁর পরিবারের কাছে পান শিক্ষার উপযুক্ত পরিবেশ।


নফিজ উদ্দীন গ্রামের মাদ্রাসায়ই প্রাথমিক শিক্ষার পাঠ শেষ করে কামার পাড়া পি আর ইনস্টিটিউশনে ভর্তি হন। ১৯৫২ সালের উত্তাল ভাষা আন্দোলনের সময় এই বিদ্যাপীঠ থেকেই তিনি মাধ্যমিক পাস করেন। ১৯৫৫ সালে তিনি এসএন কলেজ দিনাজপুর থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। উচ্চমাধ্যমিক পাস করে এ সময়ই তিনি রানীশংকৈল হাইস্কুল অর্থাৎ বিএন ইনস্টিটিউশনে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। এ সময় সরকারি চাকরিতে কাজ করার সুযোগ থাকলেও বিদ্যালয়ের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাঁর শ্বশুর জনাব ইব্রাহিম আহমদের অনুরোধে তিনি শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নেন। এরপর ১৯৫৬ সালে তিনি রানীশংকৈল পাইলট উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। সে সময় বিদ্যালয়ের অবস্থা খুব নাজুক ছিল। শিক্ষকদের বেতন ও দৈনন্দিন ব্যয় নির্বাহ ছিল অত্যন্ত দুরূহ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us