সোমবার ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভার সদস্যপদ ফিরে পেয়েছেন। ভারতের সুপ্রিম কোর্ট মানহানির জন্য তাঁকে দেওয়া বিতর্কিত দণ্ড স্থগিত করায় তিনি সংসদে তাঁর আসন ফিরে পান। বিষয়টি বহুল প্রত্যাশিত হওয়ায় তাঁকে স্বাগত না জানানোর কোনো কারণ থাকতে পারে না। আগামী মে মাসে ভারতে যে সাধারণ নির্বাচন হওয়ার কথা; তার আগে রাহুল গান্ধীর ময়দানে প্রত্যাবর্তন নিঃসন্দেহে একটা বড় ঘটনা। অনেকেই মনে করছিলেন, রাহুলকে সাজা দেওয়াটা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থকদের পরিকল্পনার অংশ; যার লক্ষ্য ছিল আগামী নির্বাচনে মোদির বিজয়রথের পথ মসৃণ করা। সুপ্রিম কোর্টের এ রায় বিশেষত সেই মানুষদের ওই বিশ্বাসকে ভিত্তি জোগায়। এটি প্রধানমন্ত্রীর বিরোধীদের জন্যও একটা প্রণোদনা। তাঁরা সম্প্রতি মোদিবিরোধী একটা জোট গঠন করেছেন।
দিল্লির থিঙ্কট্যাঙ্ক সেন্টার ফর পলিসি রিসার্চের রাহুল ভার্মা মনে করেন, রাহুল গান্ধীকে ময়দানে ফেরার অনুমতি দেওয়ার পাশাপাশি, আদালতের সিদ্ধান্ত কংগ্রেস এবং মোদিবিরোধী জোটে তাঁর ২৫ অংশীদারের জন্য বাড়তি রাজনৈতিক উদ্দীপনা এনে দিয়েছে। তাঁর মতে, ‘তাঁর সঙ্গে যে অন্যায় আচরণ করা হয়েছিল, এটি জনগণের জন্য তারই বিশ্বাসযোগ্য প্রমাণ।’