মুঠোফোনের ব্যবহার নিয়ে অনেকেই বিরক্তি প্রকাশ করেন। গ্রামে কিংবা নদীর পারে ঘুরতে গেলেন, আর গিয়ে দেখলেন এক দল কিশোর হয়তো টিকটকের জন্য ভিডিও করছে। তাদের কাজ দেখে আপনি হয়তো মহাবিরক্ত। ভারতের কর্ণাটকের ছিলুকাভেদী ও এলাহাল্লি গ্রামে গেলে মুঠোফোন সামনে নিয়ে অডিও রেকর্ড করতে দেখা যাবে। তবে সেই অডিও রেকর্ডিং বিনোদনের জন্য নয়, কয়েকটি গ্রামের মানুষ কাজ করছেন হালের জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সফটওয়্যার চ্যাটজিপিটির জন্য। কী হচ্ছে সেই সব গ্রামে, তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন।
নৈতিকতানির্ভর ডেটা প্রতিষ্ঠান
ভারতের কর্ণাটকের ছিলুকাভেদী ও এলাহাল্লি গ্রামের মানুষেরা এখন মুঠোফোন অ্যাপের মাধ্যমে অডিও রেকর্ড করে কোথায় যেন পাঠিয়ে দিচ্ছে। গ্রামের ৩০ বছরের নারী চন্দ্রিকা মুঠোফোনের মাধ্যমে নিয়মিত ভয়েস রেকর্ড করেন। একই গ্রামের ১৮ বছরের তরুণী সানজানা বাবার চিকিৎসার জন্য স্কুলে পড়া বাদ দেন। সানজানাও অ্যাপের মাধ্যমে ভয়েস রেকর্ড করেন। গ্রামের ২১ বছরের তরুণ কানাকারাজ এস কলেজে পড়াশোনা করেন। তিনি পড়াশোনার খরচ জোগাতে আগে শ্রমিক হিসেবে কাজ করতেন। এখন মুঠোফোনে কথা ধারণ বা ভয়েস রেকর্ড করে অর্থ আয় করছেন। পুরো বিষয়টিকে অনেকেই নেটফ্লিক্সের জামতারা সিরিজের জামতারা গ্রামের গল্প বলে ভাবছেন না তো? যেখানে দেখা যায়, কিশোরেরা মুঠোফোনে কণ্ঠ নকল করে ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড নিয়ে গ্রাহকদের প্রতারিত করে।