মৃতদের অভিনয় করাবে এআই

দেশ রূপান্তর প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৩, ১৬:৩৮

সেদিন খুব বেশি দূরে নয় যখন আমরা রুপালি পর্দায় আমাদের প্রিয় অভিনয়শিল্পী যারা মারা গেছেন তাদের অভিনয় করতে দেখব। এটি সম্ভব হবে কৃত্রিম বুদ্ধিমত্তার বদৌলতে। প্রযুক্তির এই বিকাশকে যেমন স্বাগত জানানো হচ্ছে, তেমনি এ নিয়ে শঙ্কাও তৈরি হয়েছে। লিখেছেন ‍তৃষা বড়ুয়া


সৃজনশীলতা প্রতিস্থাপনকারী



রুপালি পর্দার অভিনেতাদের স্বপ্ন থাকে, এমন অভিনয় করে তাক লাগিয়ে দেবেন যাতে মানুষ তাদের মৃত্যুর পরও মনে রাখবে। নানা কারণে সবার পক্ষে সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হয়ে ওঠে না। আবার অনেকের অভিনয় দশকের পর দশক ধরে মানুষের স্মৃতিতে রয়ে যায়। সিনেমার পর্দায় তারা এক ধরনের অমরত্ব লাভ করেন বলা চলে। এমনই একজন অভিনেতা জেমস ডিন। হলিউডের মাত্র তিনটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি এবং প্রত্যেকটিতেই তার অভিনয় দর্শকদের মনে দাগ কাটে। খুব অল্প সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক জনপ্রিয় তারকা হয়ে ওঠেন ডিন। ১৯৫৫ সালে গাড়ি দুর্ঘটনায় মাত্র ২৪ বছর বয়সে এই প্রতিভাবান অভিনেতার মৃত্যু ঘটে। গত শতাব্দীর পঞ্চাশের দশকে ডিনের মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে আসে। তার ভক্ত-অনুরাগীদের অনেকে আজও বেঁচে আছেন। তাদের জন্য একটি সুখবর আছে। ব্যাক টু ইডেন নামে হলিউডে একটি চলচ্চিত্র নির্মাণ হতে যাচ্ছে। তাতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন জেমস ডিন। অর্থাৎ মৃত্যুর প্রায় ৭০ বছর পর জেমস ডিনকে ফের দেখা যাবে। অনেকে হয়তো আশ্চর্য হচ্ছেন এ কেমন করে সম্ভব! একজন মৃত ব্যক্তি কীভাবে অভিনয় করবেন? কবর থেকে তুলে এনে কাউকে দিয়ে কিছু করা যায় না, তা সবাই জানেন। তাহলে? আসলে অসাধ্য এই কাজ স্বভাবতই কোনো মানুষ করতে যাচ্ছে না, করবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এআই প্রযুক্তি ব্যবহার করে এরই মধ্যে জেমস ডিনের একটি ডিজিটাল ক্লোন তৈরি করা হয়েছে এবং সেই ক্লোনকে আমরা পর্দায় দেখব অভিনয় করতে। মৃত্যুর সাত দশক পর এভাবেই তিনি আবার রুপালি পর্দায় ফিরে আসবেন। ডিজিটাল ক্লোন তৈরির এই প্রযুক্তি হলিউডের কম্পিউটার জেনারেটেড ইমাজেরি বা সিজিআইয়ের (কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে স্থিরচিত্র বা অ্যানিমেটেড ভিডিও কনটেন্ট তৈরির প্রক্রিয়া) সবচেয়ে আধুনিক ধাপ। তবে একই সঙ্গে এ নিয়ে উদ্বেগও আছে। চলতি বছরের মে মাসে শুরু হয়েছে ছয় দশকে হলিউডের ইতিহাসে সবচেয়ে বড় ধর্মঘট। হলিউডের চিত্রনাট্যকাররা কয়েকটি দাবিতে ধর্মঘট করছেন। দুই মাস পর গত জুলাইয়ে তাদের ধর্মঘটে সংহতি জানিয়ে যুক্ত হয় যুক্তরাষ্ট্রের অভিনয়শিল্পীদের সংগঠন স্ক্রিন অ্যাক্টরস গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস (এসএজি-এএফটিআরএ)। এই সংগঠনে কিলিয়ান মারফি, ম্যাট ডেমন, এমিলি ব্লান্টের মতো তারকা অভিনেতাসহ প্রায় ১ লাখ ৬০ হাজার শিল্পী আছেন। তাদের দাবি-দাওয়াগুলোর একটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ঠেকানো। চিত্রনাট্যকার-অভিনয়শিল্পীদের আশঙ্কা, মুনাফার জন্য তাদের সৃজনশীলতাকে প্রতিস্থাপন করতে যাচ্ছে এআই। ধর্মঘটে আছেন হলিউডের নামকরা অভিনেত্রী সুসান সারানডন। তিনি উদ্বেগ জানিয়ে বলেছেন, এআই তাকে দিয়ে এমনসব কাজ করাতে পারে যা করতে তিনি বাধ্য হবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us