নতুন ফিচারগুলো ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আসছে’ বলে একটি থ্রেডস পোস্টে জানিয়েছেন মেটার সিইও মার্ক জুকারবার্গ। ‘থ্রেডসের জন্য একটি ভালো সপ্তাহ’, জুকারবার্গ আরও লেখেন, ‘এখানকার কমিউনিটি এগিয়ে যাচ্ছে, একটি দীর্ঘমেয়াদি প্রাণবন্ত অ্যাপ তৈরির আশা করছি।’ এখন থেকে টুইটার সদৃশ্য মেটার থ্রেডস অ্যাপে দ্রুতই আসবে সার্চ ফাংশন এবং ব্যবহার করা যাবে ওয়েব থেকেও।
এক্স নামে পরিচিত টুইটার যখন নানা সংকটে জর্জরিত, এর মালিক ইলন মাস্ক প্রতিদিনই কোনো না কোনো নতুন সমালোচনার মুখোমুখি হচ্ছেন। এমন সুযোগকে কাজে লাগাতে গত মাসে বেশ ঘটা করেই থ্রেডস আনেন মার্ক জুকারবার্গ। তবে গত কয়েক সপ্তাহে খুবই উল্লেখযোগ্যভাবে এর ব্যবহারে ভাটা পড়েছে। এর মধ্যেই অ্যাপটির অনেক গ্রাহকই সীমিত ফিচারে হতাশা প্রকাশ করেছেন। ক্রিয়েটর এবং বিজ্ঞাপনদাতারা সিএনবিসিকে বলেছেন থ্রেডসকে একটি গুরুত্বপূর্ণ সার্ভিসে হতে হলে, এই রিয়েল-টাইমে আপডেটের অ্যাপটিতে সার্চ করার মতো ফিচার থাকতে হবে, যার মাধ্যমে ট্রেন্ডিং ফিচার এবং পুরনো পোস্ট খুঁজে বের করা যাবে। সেই সঙ্গে, সত্যি সত্যি এক্স-এর সঙ্গে টেক্কা দিতে হলে মেটার এই অ্যাপটিতেও ওয়েব থেকে প্রবেশের সুবিধা থাকতে হবে।