ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে অনেক সময়ই আমরা গোপনীয় বিভিন্ন আলাপ-আলোচনা করে থাকি। এ ধরনের আলাপকে আরও সুরক্ষিত এবং এর নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে আপনি প্ল্যাটফর্ম দুটির 'ডিজঅ্যাপিয়ারিং মেসেজ' অপশন ব্যবহার করতে পারেন।
ডিজঅ্যাপিয়ারিং মেসেজিংয়ের মাধ্যমে প্রাপক আপনার পাঠানো মেসেজ সিন করলে কিংবা দেখলে একটি নির্দিষ্ট সময় পর মেসেজটি স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে, বা মুছে যাবে। এমনকি 'ডিজঅ্যাপিয়ারিং মেসেজ' অপশন চালু রেখে কেউ স্ক্রিনশট নিলেও সেটি চ্যাটে একটি নোটিফিকেশন আকারে দেখিয়ে দেওয়া হয়।
হোয়াটসঅ্যাপের মেসেজিং পদ্ধতি ডিফল্টভাবেই এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড করা থাকে। এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যক্তিগত মেসেজ এবং কলগুলোকে শুধু মেসেজ আদান-প্রদানকারীর মধ্যেই সীমাবদ্ধ রাখে। অর্থাৎ, আপনি নিজে এবং আপনি যার সঙ্গে যোগাযোগ করছেন তিনি ছাড়া এগুলো কেউ পড়তে কিংবা শুনতে পারবেন না। অন্যান্য তৃতীয় পক্ষের অ্যাপ তো পারবেই না, এমনকি হোয়াটসঅ্যাপও সেগুলো পড়তে কিংবা শুনতে পারবে না। যা আপনাকে একটি উচ্চ নিরাপত্তা নিশ্চিত করে থাকে।
অন্যদিকে, ফেসবুক মেসেঞ্জারে ডিফল্টভাবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন করা থাকে না। এর জন্যে আপনাকে 'সিক্রেট কনভার্সেশন' অপশনটি চালু করতে হবে। এই 'সিক্রেট কনভার্সেশন' অপশন থেকেই আপনি আবার 'ডিজঅ্যাপিয়ারিং মেসেজ' পাঠানোর অপশনটি পেয়ে যাবেন।
চলুন তাহলে দেখে নেওয়া যাক, কীভাবে সিক্রেট কনভার্সেশন অপশন চালু করবেন এবং 'ডিজঅ্যাপিয়ারিং মেসেজ' পাঠাবেন।