হৃদয়কে নিয়ে আবেগঘন বিদায়ী বার্তা জাফনার

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৩, ১৫:১২

বাংলাদেশের জার্সিতে ভালো খেলে অল্প সময়েই নজর কেড়েছেন তাওহীদ হৃদয়। ব্যাটিংয়ে দারুণ প্রতিভা দেখিয়ে জাতীয় দলের লাইনআপের অন্যতম ভরসা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সামর্থ্যের প্রমাণ দিয়ে ডাক পেয়েছেন শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগ এলপিএল থেকে। সেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে খেলেছেন হৃদয়। সেখানেও তার ঝলমলে পারফরম্যান্স। তাই বিদায়বেলায় দলটি কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট করেছে।


জাফনা পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের বদলে ডেকেছিল হৃদয়কে। আর বিসিবি থেকে তিনি অনাপত্তিপত্র পেয়েছিলেন ৮ আগস্ট পর্যন্ত। কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে মঙ্গলবার ছিল তার শেষ ম্যাচ। শেষটা করেছেন রঙিন, চার মেরে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশি ব্যাটার।


এলপিএল অভিষেকে ৫৪ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন হৃদয়। ছয় ম্যাচে তিন জয়ে তার রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। একটি ম্যাচে গোল্ডেন ডাক মারলেও তা ম্লান করে দেয়নি হৃদয়কে। ৩৮ এর বেশি গড়ে করেছেন ১৫৫ রান। রান সংগ্রাহকের তালিকায় তার স্থান এখন তিন নম্বরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us