এবার দুদকের কাঠগড়ায় বাফুফের নারী ফুটবলের প্রধান কিরণ

আরটিভি প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৩, ১৪:০৩

বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির গুরুত্বপূর্ণ কিছু তথ্য চেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বুধবার (৯ আগস্ট) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক মো. ইয়াছির আরাফাত।


কিরণের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আত্মসাৎ ও ঢাকায় ফ্ল্যাট ক্রয়সহ অবৈধ সম্পদের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদ করতে তাকে ডেকেছে দুদক।


এাকই ধরনের অভিযোগে মঙ্গলবার (৮ আগস্ট) বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে কেনাকাটায় কোনো দুর্নীতি হয়নি বলে দাবি করেন তিনি। এ ছাড়াও ফিফা বা বাফুফে কেউই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি বলেও দাবি করেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us