জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জিকে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ১২ সেপ্টেম্বর ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
বুধবার (৯ আগস্ট) মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল। কিন্তু কোনো সাক্ষী না আসায় ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে আগামী ১২ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।
শুনানির সময় জিকে শামীম আদালতে উপস্থিত ছিলেন। তবে তার মা পলাতক আছেন।
২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।