ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃত্যু সনদ দেওয়ার পর বাড়িতে নেওয়ার পথে নড়াচড়া করে উঠে নবজাতক। পরে রাস্তা থেকে আবারও হাসপাতালে আনা হলে ভর্তি করা হয় নবজাতককে।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) এই ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, জেলার ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের বাড়মা গ্রামে সাইফুল ইসলামের স্ত্রী হালিমা খাতুন গত রোববার (৬ আগস্ট) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে স্বাভাবিকভাবে কন্যাসন্তান প্রসব করেন। সাত মাসে জন্ম নেওয়ায় শিশুটির শারীরিক অবস্থা খারাপ ছিল ও ওজন ছিল ৯০০ গ্রাম। এ কারণে এনআইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করে মৃত্যু সনদ দেওয়া হয় হাসপাতাল থেকে। সেখান থেকে বাড়িতে নেওয়ার পথে শিশুটি নড়ে ওঠে। পরে তাকে আবারও ওই হাসপাতালে ভর্তি করা হয়।