দীর্ঘ ১৮ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো। তাদের এই বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনা হচ্ছে সব দেশেই। এ খবর জানার পরই সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা আলোচনা চলছে। এরই মধ্যে চালু হয়ে যায় একটি ট্রেন্ড। তাতে গা ভাসিয়েছেন অনেকেই। এক শ্রেণির মানুষ সামাজিক মাধ্যমে প্রশ্ন তোলেন, ‘নারী কিসে আটকায়?’ এ নিয়ে পক্ষে-বিপক্ষে বিভিন্ন মত উঠে আসে। পাশাপাশি ‘পুরুষ কিসে আটকায়’ এমন প্রশ্নও তোলেন কেউ কেউ। এর সূত্র ধরেই আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায় মিম, ট্রল আর পোস্ট-পাল্টা পোস্টের ঝড়।
বিষয়টি এখন কিছুটা বাড়াবাড়ি পর্যায়ে আছে বলে মনে করছেন সুশীলরা। নারীকে ছোট বা হেয় করতে এমন প্রসঙ্গ আনা অবান্তর। কোনো মানুষই কোনো কিছুতে আটকে থাকে না। আবার কোনো কিছুকে ছেড়েও যেতে পারে না। পারিপার্শ্বিক পরিবেশ-পরিস্থিতি বিভিন্ন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। সে হোক নারী কিংবা পুরুষ। এই আটকে থাকাটা মূলত সম্পর্ক, মায়া, ভালোবাসা, দায়িত্ব এবং দায়বোধ থেকে তৈরি হয়। অনেকাংশে ব্যক্তির সম্মান-মর্যাদার সঙ্গেও যুক্ত।