আমরা বাংলাদেশে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলব: বাবলু

আজকের পত্রিকা প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৩, ১৭:৫৭

বাংলাদেশে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু। আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘কর্তৃত্ববাদী দুঃশাসন-গণজাগরণ-গণ-অভ্যুত্থানের পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।


শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘দুঃশাসনের মধু খাওয়ার জন্য হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও দিলীপ বড়ুয়ারা এই কর্তৃত্ববাদী সরকারের পক্ষে অবস্থান নিয়েছে। এই সরকারের অংশীদার হয়েছে। কিন্তু আমরা আওয়ামী লীগ সরকারের নাটবল্টু হব না। আমরা বাংলাদেশে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলব।’


নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘১ বিলিয়ন ডলার সিঙ্গাপুরে পাচার করেছে এস আলম গ্রুপ। এত অল্প সময়ে, এত টাকা এস আলম গ্রুপের পক্ষে আসলে কি আয় করা সম্ভব! এ ঘটনা তদন্ত করার জন্য দুই মাস সময় দেওয়া হয়েছে। কেন তদন্ত করতে দুই মাস দরকার? এই দুই মাসে কি তাহলে কাগজপত্র তৈরি করা হবে যে, ওটা পাচার ছিল না বরং বৈধ ছিল? আসলে এই সরকার লুটেরাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। এস আলম গ্রুপ এই সরকারের মানিব্যাগ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us