বিজ্ঞানীরা এআই চালিত নতুন এক হ্যাকিং পদ্ধতি খুঁজে পেয়েছেন, যা কেবল কিবোর্ডে টাইপ করা শব্দ শুনেই বিভিন্ন পাসওয়ার্ড অনুমান করতে পারে। আর এতে নির্ভুলতার মাত্রা ৯০ শতাংশেরও বেশি।
যুক্তরাষ্ট্রভিত্তিক এআরএক্সআইভি (arXiv) নামের আর্কাইভে পোস্ট করা গবেষণাপত্র অনুসারে, এই শ্রেণির সাইবার আক্রমণে কিবোর্ডের বিভিন্ন বাটনের শব্দ শেখার ও চেনার জন্য এআই ব্যবহৃত হয়।
যুক্তরাজ্যের ডারহাম ইউনিভার্সিটি’র জশুয়া হ্যারিসন’সহ বেশ কয়েকজন গবেষকের মতে, অ্যাপল ম্যাকবুক প্রো ডিভাইসের ‘কিস্ট্রোক’ বা বাটন চাপার শব্দ শোনার কাজটি কোনো স্মার্টফোনের মাইক্রোফোন ব্যবহার করে করলে তা ৯৫ শতাংশ নির্ভুলতার সঙ্গে বিভিন্ন কি অনুমান করতে পারে।