‘ডন থ্রি’তে শাহরুখের পরিবর্তে রণবীর, হতাশ ভক্তরা!

সমকাল প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৩, ১৫:০২

বলিউডের ফ্র্যাঞ্চাইজি ডন। শাহরুখ খান অভিনীত সিনেমাটির প্রথম কিস্তির সাফল্যের পর ২০১১ সালে মুক্তি পায়  দ্বিতীয় কিস্তি‘ডন টু’। দীর্ঘ দিন ধরে চর্চা চলছে এবার ‘ডন থ্রি’নির্মিত হচ্ছে।  


সেই চর্চার আরও উত্তাপ ছড়িয়ে  ‘ডন থ্রি’সিনেমার টিজার প্রকাশ করলেন  পরিচালক ফারহান আখতার। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে নিজের ইনস্টাগ্রামে টিজারটি প্রকাশ করেন এই অভিনেতা। বরাবরের মতো তৃতীয় কিস্তিতে শাহরুখ খান অভিনয় করবেন কিনা তা অবশ্য জানা যায়নি।


তবে পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, শাহরুখ খান ডন ফ্যাঞ্চাইজি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার পরিবর্তে রণবীর সিংকে চূড়ান্ত করা হয়েছে। যদিও অভিনয়শিল্পী নির্বাচনের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ফারহান আখতার।


সিনেমাটিতে শাহরুখ নেই- এমন খবর ছড়িয়ে পড়তেই  হতাশ হয়েছেন কিং খানের ভক্তরা।  একজন লিখেছেন, ‘আমাকে শাহরুখ খানওয়ালা ডন ফিরিয়ে দিন। অনুরোধ।’ আরেকজন লিখেছেন, ‘শাহরুখ ছাড়া ডন থ্রি হবে না।’ অন্যজন লিখেছেন, ‘শাহরুখ খানকে ছাড়া ‘ডন থ্রি’ নির্মাণ বন্ধ করুন।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us