দুই বাংলা মিলিয়ে চলতি বছরটা দারুণ কাটছে নুসরাত ফারিয়ার। তবে আনন্দের সঙ্গে বছরটি তাঁর জন্য বেদনারও। ২০২৩ সালে যেমন ভালো কাজ দিয়ে আলোচনায় আছেন তিনি, তেমনই আছে ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের খবরও—রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল হওয়ার পর বাগদান ভেঙে গেছে তাঁরা।
চলতি বছরে একাধিক সিনেমা ও গানের খবর আছে নুসরাত ফারিয়ার। বছরের শুরুতেই জি ফাইভে মুক্তি পায় নুসরাত ফারিয়ার ‘ভয়’ ছবিটি। এরপর গত এপ্রিলে মুক্তি পেয়েছে তাঁর গানের ভিডিও ‘বুঝি না তো তাই’। ভিডিওটি বেশ প্রশংসা পায়। মে মাসে মুক্তি পায় তাঁর কলকাতার সিনেমা ‘আবার বিবাহ অভিযান’।
এরপর সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ছবি ‘পাতাল ঘর’। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে কলকাতার ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’–এর জন্য গান ‘মেনুকা’। তার আগে ঈদের ছবি ‘সুড়ঙ্গ’তে ‘কলিজা আর জান’ গানটিতে তাঁর আবেদনময়ী নাচও আলোচিত হয়েছে।
নুসরাত ফারিয়া জানিয়েছেন, মুক্তির তালিকায় আছে কলকাতার ‘রকস্টার’ ছবিটি। এরই মধ্যে ঢাকায় আরও দুটি ছবিতে চুক্তির কথা বলেছেন এই অভিনেত্রী। সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে এই ছবির শুটিং শুরুর কথা আছে।