সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা

www.kalbela.com মোশাররফ হোসেন ভূঁইয়া প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৩, ১০:১৩

৮ আগস্ট ২০২৩। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী। তাঁর জন্মবার্ষিকীর এবারের প্রতিপাদ্য ‘সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা ছিলেন একজন স্বশিক্ষিত সাধারণ বাঙালি নারী-বাঙালি স্ত্রী ও বাঙালি মায়ের প্রতিচ্ছবি। অতি অল্প বয়সে সংসারে ঢুকে পড়েছিলেন তিনি। বঙ্গবন্ধুর কিশোর বয়স থেকে শুরু করে আমৃত্যু তাঁর পাশে থেকে তাঁকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন, বঙ্গবন্ধুর সংগ্রামী ও কর্মময় জীবনে তাঁর পাশে ছায়া হয়ে থেকেছেন, তাঁকে সাহায্য সহায়তা করেছেন। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধু যেমন ওতপ্রোতভাবে জড়িত থেকে ইতিহাসের অংশ হয়েছেন, তেমনি শেখ ফজিলাতুন্নেছা মুজিব তাঁর আন্দোলন-সংগ্রামের প্রত্যক্ষ অংশীদার, ভুক্তভোগী ও প্রেরণাদাত্রী হিসেবে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। বাংলাদেশের দুঃখী মানুষের অকৃত্রিম বন্ধু ও মুক্তিদাতা বঙ্গবন্ধু শেখ মুজিব তাঁদের কতটা ভালোবাসতেন, তা যেমন জীবন দিয়ে প্রমাণ করেছেন, তেমনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুর আজীবন সহযোগী হিসেবে বাংলার মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়েছিলেন। তিনি ছিলেন বঙ্গবন্ধুর পরামর্শদাত্রী, বঙ্গবন্ধুর জেলে থাকাকালে দলীয় নেতৃবৃন্দের সাহায্যকারী, সর্বোপরি বঙ্গবন্ধুর সংসারের কাণ্ডারি। মূলতঃ তিনিই সন্তানদের লালন-পালন, লেখাপড়া ইত্যাদির দায়িত্ব পালন করেছেন, আবার আত্মীয়-পরিজনদের দেখাশোনা করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us