খাতুনগঞ্জে রসুনের কেজিতে ২৫, পেঁয়াজে ৮ টাকা বেড়েছে

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৩, ০৯:২১

দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে গত দুই দিনের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম। এর মধ্যে পেঁয়াজের কেজিতে আট ও রসুনে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে। সোমবার (৭ আগস্ট) এ পাইকারি বাজারের ব্যবসায়ীরা এ তথ্য নিশ্চিত করেন।


এ প্রসঙ্গে চাকতাই-খাতুনগঞ্জে আড়তদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রফিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই দিনের ব্যবধানে পেঁয়াজ ও রসুনের দাম চাকতাই-খাতুনগঞ্জে বেড়েছে। রবিবার থেকে বাড়তি দামে পেঁয়াজ-রসুন বিক্রি করা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ৩২ টাকা থেকে ৩৪ টাকায়। যা সোমবার বিক্রি করা হয় ৪০ থেকে ৪২ টাকায়। বৃহস্পতিবার প্রতি কেজি রসুন ১৬৫ টাকায় বিক্রি হলেও সোমবার বিক্রি তা ১৮৫ থেকে ১৯০ টাকায় উঠেছে।’


এ ব্যবসায়ী নেতা আরও বলেন, ‘পরিবহন ভাড়া বৃদ্ধি পাওয়া, সীমান্তে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় খাতুনগঞ্জেও দাম বেড়েছে। তবে এ দাম বৃদ্ধি বেশি দিন থাকবে না। খুব কম সময়ে তা আগের মতো হয়ে যাবে বলে আশা করছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us