আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ সফরের প্রথম দিনে পদ্মা পাড়ে হয়ে গেল আনুষ্ঠানিক ফটোসেশন। বৃষ্টিস্নাত বিকেলে পদ্মা সেতুকে পেছনে রেখে প্রায় ঘণ্টাখানেক ধরে ছবি ও ভিডিওধারণ করা হয় সুদৃশ্য ট্রফিটির।
মহাকাশ থেকে ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নেমে গত ২৭ জুন শুরু হয় বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণ। ৮টি দেশ ঘুরে সোমবার প্রথম প্রহরে এটি আসে বাংলাদেশে। আরও দুই দিন এ দেশে থাকবে ৬০ সেন্টিমিটার উচ্চতা ও ১১ কেজি ওজনের ট্রফিটি।
আইসিসির চাওয়া অনুযায়ী, উল্লেখযোগ্য কোনো স্থাপনার সামনে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন করতে হয়। বাংলাদেশের জন্য বিসিবি বেছে নেয় গত বছর চালু হওয়া পদ্মা সেতুকে।