খুলনা, বরিশাল ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হওয়া ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত আগামী ৯ আগস্ট থেকে কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সোমবার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, 'আমরা আজকেও আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছি, দেশের অধিকাংশ স্থানেই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।'
তিনি বলেন, 'এ সময় খুলনা, বরিশাল ও চট্টগ্রামের পাশাপাশি সিলেট, ময়মনসিংহ ও ঢাকার কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে।'
অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকায় কোথাও কোথাও ভূমি ধসের সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করেন তিনি।এ ছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন (৩) নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই সতর্কতা সংকেত আগামীকালও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান নাজমুল হক।