সিরাজগঞ্জ: চতুর্থ দফায় সিরাজগঞ্জের আরও তিন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হচ্ছে। আগামী বুধবার (০৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধনের মাধ্যমে সিরাজগঞ্জের শাহজাদপুর, তাড়াশ ও কামারখন্দ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন।
সোমবার (০৭ আগস্ট) দুপুর ১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে জেলার পাঁচটি উপজেলার ২৫৫টি পরিবারকে জমিসহ ঘর দেওয়া হচ্ছে। আর কোনো ভূমিহীন-গৃহহীন পরিবার না থাকায় তিনটি উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। এর আগে সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।