শিয়ালের বাড়িতে বসবাস করে হাঁস-মুরগি-ছাগল!

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৩, ১৬:২৩

নেত্রকোনা: নাম তার লালু। তবে এটা কোনো মানুষের নাম না, এটি একটি শিয়ালের নাম।


আজিজুল হক ও সুমা আক্তার দম্পতি ছোট থেকে লালন-পালন করার সময় শিয়ালটির নাম রেখেছেন লালু। এরপর থেকেই "শিয়ালের বাড়ি" নামে পরিচিত হয়ে ওঠে ওই বাড়িটি। যেখানে সাধারণত শিয়ালের কামড় থেকে বাঁচতে ভয়ে থাকে হাঁস, মুরগি ও ছাগল। সেখানে একসঙ্গে তারা মিলেমিশে বসবাস করছে।   নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের নয়নকান্দি গ্রামে গিয়ে এমনই চিত্র দেখা গেছে।


দেখা যায়, বাড়ির আঙিনায় ছাগলগুলোর সঙ্গে খেলা করছে শিয়ালটি। বাড়ির উঠানে হাঁস-মুরগির সঙ্গেও ছোটাছুটি করতে দেখা গেছে। এছাড়াও সুমা আক্তার একটি পাত্রে খাবার দিলে হাঁস-মুরগি ও শিয়াল একই সঙ্গে ওই পাত্রে খাবার খাচ্ছে। এ সময় শিয়াল পালন নিয়ে কথা হলে সুমা আক্তার বাংলানিউজের প্রতিনিধিকে বলেন, তাঁর স্বামী আজিজুল হক প্রায় দেড় বছর আগে উপজেলার নাজিরপুর ইউনিয়নের লোহারগাঁও গ্রামে কাজ করতে যান। সেখানে একটি জঙ্গলে কান্নার আওয়াজ শুনে এগিয়ে গিয়ে তিনটি শিয়ালের বাচ্চা দেখতে পান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us