অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ ডিয়াগো সিমিওনের ছেলে জিওলিয়ানো সিমিওনে বড় এক ইনজুরির শিকার হয়েছেন। স্প্যানিশ ক্লাব আলাভেজে খেলা ২০ বছর বয়সী এই স্ট্রাইকার ভয়ংকর ট্যাকলের শিকার হয়ে অ্যাম্বুলেন্সে মাঠ ছাড়েন।
বার্গোস এফসির বিপক্ষে খেলার সময় প্রতিপক্ষের ট্যাকলের শিকার হয়ে ব্যথায় কাতর হয়ে পড়েন তিনি। পায়ে হেঁটে মাঠ ছাড়তে পারছিলেন না। সতীর্থরা মেডিকেল টিমকে ডাকলে তারা ধরে মাঠের বাইরে নিয়ে যান। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় তাকে।
জিওলিয়ানো বাঁ-পায়ের হাঁটু ও গোড়ালির ইনজুরিতে পড়েছেন বলে মনে করা হচ্ছে। তার হাঁটুর নিচে রক্তও দেখা যায়। তবে ইনজুরি নিয়ে পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। সংবাদ মাধ্যম গোল দাবি করেছে, মৌসুমের বড় একটা অংশ মিস করতে পারেন এই ফরোয়ার্ড।