মুচমুচে বিস্কুট যতটা ভালো লাগে, মিইয়ে গেলে ততটাই খারাপ খেতে লাগে। বিশেষ করে বর্ষায় বিস্কুট ভালো রাখা বেশ কঠিন। কিছু সহজ টিপস মেনে চললে এই সমস্যার সমাধান করতে পারবেন।
দেখে নিন, বিস্কুট মুচমুচে রাখার সহজ কয়েকটি উপায়।টিস্যু মুড়ে রাখুন: এয়ার টাইট কৌটোর ভেতরে কয়েকটি টিস্যু রেখে, তার ওপর বিস্কুট এবং কুকিজগুলি রাখুন। বিস্কুটের ওপর আরও কয়েকটা টিস্যু দিয়ে ঢেকে নিন। তারপর কৌটোর ঢাকনা আটকে দিন। এতে দীর্ঘ দিন বিস্কুট মুচমুচে থাকবে।ফ্রিজে রাখুন: কুকিজ এবং বিস্কুট সংরক্ষণের আরেকটি চমৎকার উপায় হচ্ছে ফ্রিজে রাখা।