মুন্সীগঞ্জে ট্রলারডুবি: আরো এক শিশুর মরদেহ উদ্ধার

বণিক বার্তা প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৩, ১২:৩৪

মুন্সীগঞ্জের ডহরী-তালতলা খালে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় তুরান আহমেদ নামের এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। আজ সোমবার (৭ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে ডুবে যাওয়া স্থান রসকাঠি এক কিলোমিটার দূরত্বে সুবচনী বাজারের কাছ থেকে মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। খবর বাসস।


লৌহজং ফায়ার সার্ভিসের টিম লিডার কয়েস আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, নিখোঁজ বাকি দুটি শিশুর মরদেহ উদ্ধারে অভিযান চলমান রয়েছে।


উদ্ধার শিশু তুরান সিরাজদিখানের লতব্দী ইউনিয়নের কয়রাখোলা গ্রামের বাসিন্দা আরিফ হোসেনের ছেলে।


গত ৫ আগস্ট মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রাম থেকে ট্রলার নিয়ে পদ্মা নদীতে বেড়াতে যায় ৪৬ জনের একটি দল। ফেরার পথে ডহরী-তালতলা খালের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।


ঘটনার পর পর উদ্ধার কাজ শুরু করে আশেপাশের গ্রামের বাসিন্দারা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌপুলিশের সদস্যরা উদ্ধার অভিযানে নামে। ওই রাতে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us