চলতি সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে কানাডিয়ান ডলারের মান সর্বনিম্নে নেমেছে। জুলাইয়ে দেশটির বিপুলসংখ্যক মানুষ চাকরি হারিয়েছে। অপ্রত্যাশিতভাবে বেকারত্বের হার বেড়ে যাওয়ায় মুদ্রাটির বিনিময় মূল্য নিম্নমুখী। খবর রয়টার্স।
অন্যদিকে, দেশটির কেন্দ্রীয় ব্যাংক ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার আরো বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টিও মুদ্রাটির অবমূল্যায়নে ভূমিকা রেখেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।