টানা বৃষ্টিতে ২০ গ্রামে জলজট

সমকাল প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৩, ০৬:৩১

সীতাকুণ্ডে চার দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণে অন্তত ২০টি গ্রাম জলাবদ্ধ হয়ে পড়েছে। পয়োনিষ্কাশনের নালা ভরাট করে স্থাপনা গড়ে তোলায় এ বছর সবচেয়ে বেশি জলজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে রয়েছে বহু মানুষ। বৃষ্টিপাতে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কা রয়েছে। এ কারণে পাহাড়ের পাদদেশে বসবাসকারী লোকজনকে আশ্রয়কেন্দ্রে যেতে বলছেন স্থানীয় চেয়ারম্যানরা।


গতকাল রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাঁধের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বৃষ্টির পানি। জঙ্গলভাটিয়ারী আশ্রয়ণের কিছু স্থানে জলজট তৈরি হয়েছে।


ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, পাহাড়ের পাদদেশে বসবাসকারী হাজারো পরিবারকে ভাটিয়ারী হাই স্কুলে আশ্রয় নিতে বলা হয়েছে। তাঁর ইউনিয়নের অধিকাংশ গ্রামে জলজট তৈরি হয়েছে।


জানা গেছে, উপজেলার সব ইউনিয়নের অধিকাংশ গ্রামে জলাবদ্ধতা। সবচেয়ে বেশি জলজট পৌর শহরে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পানি চলাচলে নালা ছিল। এই নালা ভরাটের কারণে জলজট তৈরি হচ্ছে।


বিশেষজ্ঞ চিকিসৎক টি কে নাথ বলেন, পয়োনিষ্কাশনের নালা ভরাট করে দিয়েছে সিকিউরসিটিসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। ফলে সামান্য বৃষ্টিতেও জলাবদ্ধতা দেখা দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us