চট্টগ্রাম শহরের প্রধানতম সমস্যা জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা বর্ষাকালে জীবনমরণ সমস্যা হিসেবে দেখা দেয়। গত কয়েক দিনের টানা বর্ষণে শহরের অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। মানুষের চলাচল থমকে গেছে। বছরের পর বছর জলাবদ্ধতার এই সমস্যা থাকলেও এ থেকে মুক্তি মিলছে না। একটু বৃষ্টি হলে তলিয়ে যায় চট্টগ্রাম শহরের অনেক জায়গা, জলাবদ্ধতা সৃষ্টি হয় প্রায় নগরজুড়ে।
একসময় ‘চাকতাই খাল চট্টগ্রামের দুঃখ’ শিরোনামে রিপোর্ট প্রকাশিত হতো প্রায় সব দৈনিকে। দুঃখ এখন আর চাকতাইকেন্দ্রিক নেই। চট্টগ্রাম শহরের বিশাল বিশাল জলাধার ভরাট করে আবাসিক এলাকা করা হয়েছে। ডজন ডজন পাহাড় কেটে সড়ক বানানো হয়েছে। শহরে নালার ওপর অপরিকল্পিত মার্কেট তৈরি করা হয়েছে। এসবের কারণে নালা–নর্দমার পানি অপসারণ হতে পারে না। টেলিভিশনের খবরে দেখলাম একটি হাসপাতালের অভ্যন্তরে পানি ঢুকেছে হাঁটু পরিমাণ। মানুষ চিকিৎসা নেবে কীভাবে! মানুষ নিজেই নর্দমার পানির সংস্পর্শে এসে সেখানে অসুস্থ হচ্ছে। এই দৃশ্য চোখে না দেখলে বোঝানো কঠিন।