শিশুর ফর্মুলা দুধের প্রচার প্রতারণা: স্বাস্থ্য সচিব

আজকের পত্রিকা প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৩, ২২:৩৭

শিশুদের মায়ের দুধের পরিবর্তে ফর্মুলা খাওয়ানো উচিত নয়। মায়ের দুধ না দিয়ে ফর্মুলা খাওয়ানো এবং এর প্রচার করা এক প্রকার বঞ্চনা। প্রতারণা করা হচ্ছে মানুষের সঙ্গে। ফর্মুলার এমনভাবে প্রচার হয়, যেন এটি শিশুর জন্য সব সমস্যার সমাধান। বিষয়টি অমানবিক। 


এমন মন্তব্য করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৩–এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন সচিব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। 


স্বাস্থ্যসচিব বলেন, ‘বৈজ্ঞানিকভাবেও বলা হয়ে থাকে, শিশুর জন্মের সময়ই মায়েদের দুধের সৃষ্টি হয়। এটা বাচ্চারা পাবে। অনেকে বলে থাকে, শিশু দুধ পাচ্ছে না। তবে এমনটা হওয়া মনস্তাত্ত্বিক। বাচ্চা দুনিয়ায় এলে অসহায় হয়ে পড়ে। তার তখন নতুন করে দুনিয়াতে বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মায়ের দুধ। বাইরের জগতে তার অনেক বেশি জীবাণু প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। রোগ-শোক, শারীরিক বৃদ্ধি সবকিছুর জন্য মায়ের দুধ প্রয়োজন। তা ছাড়া ছয় মাস তো বুকের দুধ ছাড়া কিছু খাওয়ানো যাবে না।’ 


প্রতিটি অফিসে ডে-কেয়ার সেন্টার থাকার বিষয়ে জোর দিয়ে সচিব বলেন, ‘এ বিষয়ে নির্দেশনা জারি করতে হবে। হাসপাতাল, অফিস-আদালত সব জায়গায় ডে–কেয়ার সেন্টার থাকতেই হবে। আইন হয়েছে। সেই আইনের যথাযথ প্রয়োগ করা হচ্ছে না। এখন থেকে ভালোভাবেই তা প্রয়োগ করতে হবে।’ তিনি বলেন, ‘পিতৃত্বকালীন ছুটিও অনেক বেশি প্রয়োজন। শুধু মায়ের সঙ্গে নয় বাবার সঙ্গে শিশুর আন্তসংযোগ প্রয়োজন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us